চুলের সমস্যা দূর করতে চাইলে সঠিক ভাবে যত্ন এবং পরিচর্যা প্রয়োজন।

অনেকসময় অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর।

চুলে শ্যাম্পু করার সময় বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। চুল পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু করা খুবই প্রয়োজন।

চুলে শ্যাম্পু করার সময় জল মিশিয়ে তারপর শ্যাম্পু ব্যবহার করা উচিত। মাথায় ঘষে ঘষে শ্যাম্পু করবেন না। চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে।

ভেজা চুল কখনই আঁচড়ানো উচিত নয়। আর ভেজা চুল মুছে শুকনো করার ব্যাপারেও সতর্ক থাকা প্রয়োজন।

নরম গামছা বা তোয়ালে দিয়ে আলতো হাতে চুলের জল মুছে নিতে হবে। ভেজা চুল ঘষে ঘষে মুছে শুকনো করলে চুল নষ্ট হয়ে যাবে।

ভেজা চুলে কখনও বালিশে মাথা দিয়ে শোবেন না। চুলের গোড়া ভেজা থাকলে, অর্থাৎ চুল না শুকালে তা আলগা হয়ে যাবে ক্রমশ।

চুলের শ্যাম্পু ধোওয়ার সময় অতিরিক্ত গরম জল ব্যবহার করা চলবে না। এর ফলে চুলের গঠন নষ্ট হয়ে যায়। চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়, উজ্জ্বলতা হারায়।

চুল আঁচড়ানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। ভেজা চুল যেমন আঁচড়াবেন না। তেমনই ধৈর্য ধরে চুলের জট ছাড়িয়ে নেওয়া প্রয়োজন।

চুল যত লম্বা হবে এবং ঘন হবে জটের সমস্যা তত বাড়বে। তাই মোটা দাঁড় যুক্ত চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। একবার স্নানের আগে, আর একবার যখন চুল শুকিয়ে যাবে।