চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে গেলে জট পড়ার সমস্যা দেখা যায়।

যাঁদের চুল লম্বায় অনেকটা বেশি তাঁদের ক্ষেত্রেও এই জট পড়ার সমস্যা দেখা যায়।

প্রতিদিনের জীবনে কিছু সাধারণ নিয়ম মেনে চলতে পারলে চুলে আর জট পড়বে না।

কী কী ইয়ম মেনে চললে চুলে জট পড়ার সমস্যা সহজেই দূর করতে পারবেন, চলুন জেনে নেওয়া যাক।

সবার প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে চুলে জট পড়ার সমস্যা দূর করতে চাইলে সঠিক পরিচর্যা এবং যত্ন প্রয়োজন।

চুলে শ্যাম্পু করার আগে ভালভাবে চুল আঁচড়ে নিতে হবে। এর ফলে চুলে জট পড়ার সমস্যা এড়ানো সম্ভব।

তাই বলে ভেজা চুল আঁচড়াতে যাবেন না একেবারেই। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যাবে এবং চুল পড়ার সমস্যা বাড়বে।

শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন। তাহলে চুল রুক্ষ এবং শুষ্ক হবে না। নরম ও মোলায়েম থাকবে। জট পড়বে না।

ভেজা চুল মোছার ক্ষেত্রেও যত্নশীল হওয়া প্রয়োজন। ঘষে ঘষে চুল মুছবেন না। নরম কাপড়, সুতির গামছা বা নরম তোয়ালে দিয়ে চুলের জল মুছে নিতে হবে।

চুল রুক্ষ এবং শুষ্ক হতে দেওয়া যাবে না। ফলে চুলে তেল ম্যাসাজ করা প্রয়োজন। বাইরে বেরোলে চুল বেঁধে রাখতে পারলে ভাল। যাঁদের বড় চুল তাঁরা ঘুমের সময় চুল বেঁধে রাখতে পারলে জট পড়ার সমস্যা দেখা যাবে না।