হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ ৷ এই রোগ মূলত হয় ছোটদের৷
উপসর্গ, হাতে ও গোড়ালিতে ফোসকা ৷ পক্স বলে ভুল করেন বাড়ির লোকেরা৷
রোগের নাম হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ৷ এই রোগের শিকার মূলত শিশু থেকে টিন এজাররা ।
ভিলেন, কষ্কাকি বা এনটেরো ভাইরাস৷ কী করে বোঝা যাবে এই রোগ হয়েছে?
মুখ, হাত, গোড়ালি, হাঁটু প্রভৃটি জায়গায় ফোসকা পড়ে৷
ফোসকার জায়গাগুলি চুলকোতে থাকে৷ ছোটদের কয়েকদিন বেশ কষ্ট হয়৷
চিকিত্সকেরা জানাচ্ছেন, জলবাহিত ও শ্বাসবাহিত এই রোগে ভয়ের কিছু নেই৷
মুখে ফোসকা পড়লে খেতেও অসুবিধে হয়৷
১৯৯১ সালে তাইওয়ানে এই রোগ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে৷
আপনার শিশুর জ্বর যদি কয়েকদিন স্থায়ী হয়, সঙ্গে হাতে পায়ে ফোস্কা বের হয়, তাহলে দেরি করবেন না।