কোভিডে কর্মস্থান বন্ধ হলে মানসিক সুস্থতা বাড়িয়ে তোলে।
তবে বিধি নিষেধ আবার মনের উপরেও প্রভাব ফেলে।
ইতালির বোকোনি ইউনিভার্সিটির গবেষণায় দেখা গিয়েছে।
পুরুষ এবং মহিলা উভয়ের উপরে আলাদা সমীক্ষা করা হয়েছে।
মহামারি মানবজীবনে ধ্বংস-র সঙ্গে নয়া নতুন অভ্যাষ এনেছে।
কোভিড পরিস্থিতিতে দীর্ঘ সময় নিজে একা রাখবেন না।
কোভিড বিধি মেনেই বন্ধুদের সঙ্গে দেখা করুন।
এই সময়ে ঘরে কিংবা অফিস আবহ পুরোই আলাদা।
কোভিড আবহে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন।
কোভিডে ঘর কিংবা অফিস একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।