সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই দিনে ভোলানাথের বিশেষ পুজো করা হয়। মানুষের বিশ্বাস, ভোলানাথ অত্যন্ত ভক্তবৎসল এবং ভাল মনে মহাদেবের পুজো করলেই তিনি তুষ্ট হয়ে যান। সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুবই ভাল ফল পাওয়া যাবে বলে মনে করা হয়। শিবলিঙ্গে চন্দন ও ভস্ম নিবেদন করতে হবে। তার উপর বেলপত্র, ধুতুরা এবং শমিপত্র নিবেদন করলে ভাল। সোমবার রুদ্রাভিষেক করাও খুব ভালো। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের সুখ হয়। সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর 'ওম নমঃ শিবায়' মন্ত্রটি ১০৮ বার জপ করা খুবই শুভ। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়। Disclaimer : এই সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য বা পরামর্শ নয়। প্রদত্ত পরামর্শ প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।