Image Source: PIXABAY

বাড়ি হোক বা ফ্ল্যাট, ছোট টবে তুলসি গাছ থাকবে না, তাও কি হয়?

বাস্তুশাস্ত্রের বিশ্বাস, এই গাছ আশপাশের পরিশুদ্ধি ঘটিয়ে ইতিবাচকতা তৈরিতে সাহায্য করে।

তবে বাস্তু অনুযায়ী, তুলসিগাছের পরিচর্যায় কিছু নিয়ম মানা অবশ্যই দরকার।

সাধারণ ভাবে এই গাছে কোনও কলস থেকে জল দিতে বলা হয়। কলসটি যেন দু'হাতে ধরা থাকে।

বাস্তু অনুযায়ী, বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকেই তুলসিগাছ বসানো উচিত।

দক্ষিণ-পূর্ব দিকে কোনও ভাবেই যেন তুলসিগাছ প্রতিষ্ঠা না করা হয়।

নিয়ম অনুযায়ী, হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসের বৃহস্পতিবার তুলসি গাছ প্রতিষ্ঠা করা উচিত।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, সবচেথেকে ভালো ফল পেতে হলে ১, ৩, ৫-র মতো বিজোড় সংখ্যক গাছ লাগানো দরকার।

উত্তর বা উত্তর-পূর্বমুখী কোনও বারান্দা বা জানলা থাকলে সেখানেও তুলসি গাছ প্রতিষ্ঠা করা যেতে পারে।

তবে কখনওই সরাসরি মাটিতে তুলসি গাছ বসানো উচিত নয়, পরামর্শ বাস্তু-বিশেষজ্ঞদের।

Thanks for Reading. UP NEXT

কী কী উপায়ে তুষ্ট হন শনিদেব? কী করলে মিলবে কৃপাদৃষ্টি?

View next story