১২ নভেম্বর, দেশজুড়ে পালিত হয়েছে আলোর উৎসব, দীপাবলি। বঙ্গবাসী মেতে ওঠেন কালীপুজোয়।

তবে শুধু রাজ্য বা দেশ নয়, প্রবাসের মাটিতেও দীপাবলির আনন্দ। প্রবাসী বাঙালিরা মাতলেন কালীপুজোয়।

রীতি মেনে লন্ডন কালীবাড়িতে হল শক্তির আরাধনা।

নিয়ম মেনে, মন্ত্র পড়ে, দর্শনার্থীদের উপস্থিতিতে মা কালীর পুজো।

১৯৮৩ সালে এই পুজোর সূচনা করেন হ্যারোর প্রাক্তন মেয়র মৃণাল চৌধুরী।

২০২৩ সালে ৪১ বছরে পদার্পণ করল লন্ডন কালীবাড়ির পুজো।

Thanks for Reading. UP NEXT

সোমবার কীভাবে শিবপুজো করলে সুফল নিশ্চিত?

View next story