বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'। ছবির কোনও প্রচার এ পর্যন্ত হয়নি। তবে আজ, মুক্তির পাঁচ দিনের মাথায় প্রথম মিডিয়ার সামনে এল ছবির গোটা টিম।