প্রেম করছেন 'বাহুবলী' প্রভাস আর কৃতি শ্যানন? এখন এই গুঞ্জনেই সরগরম সোশ্যাল মিডিয়া।

আগামীতে 'আদিপুরুষ' ছবিতে দেখা যাবে কৃতি ও প্রভাসকে। সদ্য শেষ হয়েছে সেই ছবি শ্যুটিং।

শ্যুটিং ফ্লোরেই নাকি একে অপরের সঙ্গে গল্পে বেশ স্বচ্ছন্দ ছিলেন প্রভাস ও কৃতি। কাজের ফাঁকে গল্পে মজতেন তাঁরা।

এর আগে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে শিরোনামে এসেছিলেন কৃতি।

'রাবতা' ছবিতে অভিনয় করার সময় সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়ান কৃতি, যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

সদ্য একটি সাক্ষাৎকারে প্রভাসের অভিনয় ও সারল্যের প্রশংসা শোনা গিয়েছে কৃতির মুখে।

সূত্রের খবর, একে অপরের সম্পর্কে অনুভূতি থাকলেও সম্পর্ক নিয়ে তাড়াহুড়ো করতে চাননা কৃতি প্রভাস।