২০১৪ সালে অভিনয় জগতে পদার্পণ করেন কিয়ারা। প্রথম ছবি একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে 'ফাগলি'। প্রথম ছবিতেই প্রতিভার জন্য প্রশংসিত হন।

এরপর তিনি লাইমলাইট কাড়েন ২০১৬ সালের ছবি 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে। সাক্ষী রাওয়াতের চরিত্রে দেখা যায় তাঁকে।

২০১৮ সালে মুক্তি পায় 'লাস্ট স্টোরিজ'। চারটি ছোট সিনেমা নিয়ে তৈরি এই ছবির একটি গল্পে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

২০১৯ সালে মুক্তি পায় শাহিদ কপূরের বিপরীতে 'কবীর সিংহ' ছবিটি। প্রবল সমালোচিত হলেও এই ছবিতে কিয়ারার অভিনয় নজর কাড়ে দর্শকের।

২০১৯ সালেই মুক্তি পায় 'গুড নিউজ' ছবিটি। দিলজিত দোসানজের স্ত্রীয়ের চরিত্রে দেখা যায় তাঁকে। ছবিতে ছিলেন অক্ষয় কুমার ও করিনা কপূর খানও।

২০২০ সালে মুক্তি পায় 'গিল্টি'। যৌন হেনস্থার ওপর ভিত্তি করে তৈরি এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন কিয়ারা।

ওই একই বছরে মুক্তি পায় 'লক্ষ্মী'। অক্ষয় কুমারের সঙ্গে এই ছবিতে অভিনয় করেন তিনি। তামিল ছবি 'কাঞ্চনা'র হিন্দি সংস্করণ এটি।

২০২১ সালে মুক্তি পায় 'শেরশাহ'। এই ছবির হাত ধরেই প্রেম শুরু হয় কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রর। এরপর ২০২৩ সালে বিয়ে করেন তাঁরা।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'ভুল ভুলাইয়া ২' তাঁর অন্যতম বড় বক্স অফিস হিট ছবি। কার্তিক আরিয়ানের সঙ্গে এই ছবিতে কাজ করেন তিনি।

চলতি বছরে মুক্তি পেয়েছে 'সত্যপ্রেম কি কথা'। ফের কার্তিকের সঙ্গে জুটি বাঁধেন তিনি এবং বহুল প্রশংসিত হয় তাঁর চরিত্র ও অভিনয়।