১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিকের নতুন ছবি, 'চিনি ২' অপরাজিতা আঢ্য, মধুমিতা সরকার, সৌম্য মুখোপাধ্যায় অভিনীত এই ছবির মিউজিক রিলিজ হল সদ্যই। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন সৌম্য ও মধুমিতা। কয়েক বছর আগে মুক্তি পাওয়া ছবি চিনি সাফল্য পেয়েছিল বক্সঅফিসে আর সেই কারণেই ফের চিনির গল্প বলতে পর্দায় হাজির হচ্ছেন মৈনাক পারিবারিক ড্রামা, একে অপরের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, ইতিবাচকতা, বাস্তবতা, এই সবকিছুই মানুষকে 'চিনি'র প্রতি আকৃষ্ট করেছিল এবার ফের এক ফ্রেমে মৈনাক ভৌমিক নিয়ে আসতে চলেছেন অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারকে। এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি মার্চ মাসেই হয়ে গিয়েছিল এই ছবির শ্যুটিং। আর এবার, প্রকাশ্যে এল মুক্তির দিন। তবে 'চিনি' ছবির সিক্যুয়াল নয় এই গল্প। 'চিনি' ছবিতে মধুমিতার বিপরীতে দেখা গিয়েছিল সৌরভ দাসকে। এই ছবিতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকেও। অপরাজিতার স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে