কিংবদন্তী বক্সার মাইক টাইসনের আজ জন্মদিন, তিনি ১৯৬৬ সালের ৩০শে জুন ব্রুকলিনে জন্মগ্রহণ করেন

মাত্র ১৩ বছর বয়স হতে না হতেই ৩৮ বার জেল হয় এই কিংবদন্তীর

এই আমেরিকান বক্সার কেরিয়ারে মোট ৫৮টি লড়াইয়ে অংশ নিয়ে ৫০টি লড়াইয়েই জয় হাসিল করে নিয়েছেন

জেলে থাকার সময় মহম্মদ আলির সঙ্গে দেখা হয় টাইসনের

আলি এক সাক্ষাৎকারে বলেছিলে, ''আমাকে হারাতে পারলে টাইসন পারবে''

টাইসনের ডিফেন্স ছিল অসাধারণ, কিন্তু তার থেকেও মারাত্মক ছিল আক্রমণ

কেরিয়ারের শুরুর দিকে কয়েক রাউন্ডের মধ্যেই নিজের প্রতিপক্ষকে হারিয়ে দিতেন

মা মারা যাওয়ার পর টাইসনের কোচ ডি অমেটোকে নিজের রোল মডেল এবং বাবার মতো শ্রদ্ধা করতেন টাইসন

১৯৯০ সালে মাইকেল জর্ডনকে টেক্কা দিয়ে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অ্যাথলিট হন টাইসন

প্রতিপক্ষ ইভান্ডার হোলিফিল্ডকে একবার বক্সিং রিংয়ে গুঁতো মেরেছিলেন, কান কামড়ে দিয়েছিলেন টাইসন