আজ জন্মদিন বলিউড অভিনেতা রণবীর সিংহের, একঝলকে তাঁর সেরা কিছু ছবির তালিকা 'ব্যান্ড বাজা বারাত' ছবি দিয়ে বলিউডে পা রাখেন রণবীর সিংহ, প্রথম ছবি থেকেই নজর কাড়েন ২০১১ সালে মুক্তি পায় 'লেডিস ভার্সেস রিকি বহেল', এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় চার অভিনেত্রীকে 'গোলিও কি রাসলিলা রামলীলা', এই ছবির নাম নিয়ে শুরুতে নানা বিতর্ক দেখা দেয় 'গুন্ডে' ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় রণবীর সিংহ এবং অর্জুন কপূরকে 'বাজিরাও মস্তানি'তে ফের জুটি বাঁধেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন, গান থেকে ছবির গল্প দুইই হিট হয় 'পদ্মাবত' ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যায় রণবীর সিংহকে, বিপরীতে অনস্ক্রিন পার্টনার দীপিকা পাড়ুকোন 'সিম্বা' ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যায় রণবীর সিংহকে, বিপরীতে নবাগতা সারা আলি খান রণবীর সিংহের কেরিয়ারের অন্যতম ছবি 'গাল্লি বয়', এই ছবির গানগুলিও অত্যন্ত জনপ্রিয় হয় 'এইট্টি থ্রি' ছবিতে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করেন রণবীর