সুজিত দত্ত (রিনো)-র পরিচালনায় আসতে চলেছে নতুন থ্রিলার ছবি 'সিটি অফ জ্যালেকস'

ছবির মুখ্যভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়।

সুজিত দত্ত পরিচালিত 'সিটি অফ জ্যাকেলস' একটি ক্রাইম ড্রামা। থ্রিলারের বিষয়বস্তুও রয়েছে।

একটা টাকা ভর্তি ব্য়াগ কীভাবে একজনের জীবন বদলে দিল সেটা নিয়েই এই ছবির গল্প।

যে টাকা পাওয়ার পরে সেটা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ওই ব্যক্তি, সেই টাকাই তাঁর জীবনে বয়ে আনে অশান্তি

এই ছবির অন্যতম মুখ্যভূমিকায় রয়েছেন খরাজ, তাঁর জীবনকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবির গল্প।

ছবিতে সায়নীকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে। বাকি সব অভিনেতা অভিনেত্রীদের লুকেও চমক রয়েছে।

রিটেল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, আর কে সিংহ ও আশীষ মেটা পরিবেশিত এই ছবি 'সিটি অফ জ্যাকেলস'।

নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিত সাহা ও দেবপ্রসাদ হালদার