তন্বী চেহারা, চোখে দীপ্তি, নুসরত জাহান সব লুকেই নজরকাড়া

মা হওয়ার ওক বছরের মধ্যেই সমস্ত মেদ ঝরিয়ে নুসরত যেন ষোড়শী।

নিয়মিত শরীরচর্চা, কড়া ডায়েট, নুসরতের রোজনামচা নিয়মে বাঁধা। কিন্তু পুজোর কয়েকটা দিন?

যেখানে ডায়েট ভুলেছেন সমস্ত তারকারা, নিয়মে বেঁধে কী আর থাকতে পারেন নুসরত?

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত।

রঙিন বিকিনি, খোলা চুলে অবশ্যই নজর কাড়ছে তাঁর ঈর্ষণীয় ফিটনেস।

এইসব ছবির ক্যাপশানে তিনি লিখলেন, 'ডায়েটকে টাটা, কারণ পুজো এসে গিয়েছে।'

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের স্রোতে গা ভাসাতে তৈরি নায়িকাও। সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ার করেই অকপট নায়িকা।

খুদে ইশান ও যশের সঙ্গেই পুজোর আনন্দে মাতবেন টলি সুন্দরী নুসরত