শুক্রবার পঞ্চাশ বছর পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ছুটি কাটাতে আপাতত লন্ডনে রয়েছেন সৌরভ সেখানেই আয়োজিত হয়েছিল প্রি বার্থ ডে সেলিব্রেশন প্রি বার্থ ডে সেলিব্রেশনের সেরা আকর্ষণ ছিলেন সচিন তেন্ডুলকর সৌরভের সঙ্গে খোশমেজাজে দেখা গেল সস্ত্রীক মাস্টার ব্লাস্টারকে সৌরভের স্ত্রী ডোনা লিখলেন, আজীবনের সঙ্গী রাজীব শুক্ল, জয় শাহ, অরুণ ধুমলের মতো বোর্ডের শীর্ষকর্তারাও হাজির ছিলেন পঞ্চাশতম জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসছেন মহারাজ