আজ জন্মদিন বলিউড অভিনেত্রী এবং ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ সুমনা চক্রবর্তীর জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার বিপরীতে তাঁর স্ত্রীর ভূমিকাতে একাধিক সময়ে দেখা গিয়েছে সুমনাকে সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন অনেকবার, ২০০৫ সালে মিস মুম্বই প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন ২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিস পারফেক্ট প্রতিযোগিতায় অংশ নেন, সেখানে তিনি তৃতীয় স্থান অধিকার করেন মঞ্চে প্রথমবার সুমনাকে পারফর্ম করতে দেখা যায় ২০০৯ সালে, 'দ্য ডেটিং ট্রুথ' নামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মন জয় করে নেন কপিল শর্মার সঙ্গে সুমনার প্রথম জনপ্রিয়তা অর্জন 'কহানি কমেডি সার্কাস কি' অনুষ্ঠান থেকে পর্দায় বহুবার কপিল শর্মার স্ত্রীর ভূমিকায় দেখা যাওয়ায় সুমনা ও কপিলের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রটে যদিও সেই গুঞ্জন সত্য়ি নয় বলেই জানা যায়, তাঁদের সম্পর্ক শুধুই পর্দায়, ব্যক্তিগত নয় কয়েক বছর ধরে সুমনার সম্পর্ক রয়েছে সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে, এমন গুঞ্জন শোনা যায় বি টাউনে কান পাতলেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের দূর সম্পর্কের বোন হন সুমনা, যদিও নিজের যোগ্যতাতেই ছোট থেকে বড় পর্দায় পায়ের তলার মাটি শক্ত করেন