অভিনেত্রী যে সময়ে আত্মহত্যা করেন, সেই সময়ে ফ্ল্যাটে কেউ ছিলেন না। দীর্ঘক্ষণ দরজা না খোলায় অভিনেত্রীর দেহ উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরেই অর্থকষ্টে ভুগছিলেন অভিনেত্রী। অনেকে সেটাই তাঁর মৃত্যুর কারণ বলে ধরে নিচ্ছেন।
অভিনয়ের পাশাপাশি সুপরিচিত ভরতনাট্যম নৃত্যশিল্পীও ছিলেন তিনি, কাজ করেছেন একাধিক ধারাবাহিকে।
‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। মৃত্যুর আগে পর্যন্ত রেঞ্জুষার হাতে যে কাজ ছিল না এমনটা নয়।
‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজর কাড়েন রেঞ্জুষা। এছাড়াও বেশ কিছু শোর সঞ্চালনাও করেছিলেন তিনি।
ধারাবাহিকের পাশাপাশি, ২টি ছবিতে অভিনয় করেছিলেন রেঞ্জুষা। নিয়মিত নাচের শো-ও করতেন তিনি।
কয়েক বছর আগেই ঠিক এভাবে আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। রেঞ্জুষার মৃত্যু যেন ফের একবার প্রশ্ন তুলে দিল, প্রদীপের নীচেই কী তবে সবচেয়ে বেশি অন্ধকার?