হ্যালোইন মেকওভার করতেই মিলল হুমকি। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক উরফি জাভেদ। 'ভুল ভুলাইয়া' ছবিতে রাজপাল যাদবের 'ছোটে পণ্ডিত' চরিত্রের লুক রিক্রিয়েট করে বিতর্কে জড়ালেন উরফি। মুখে লাল রং, কমলা ধুতি, লাল টপ, গলায় গাঁদা ফুলের মালা, কানে দুটো জ্বলন্ত ধুপকাঠি, এভাবেই লুক সাজিয়েছিলেন। কিন্তু ভিডিও পোস্ট হতেইশুনতে হল কুরুচিকর মন্তব্য ও হুমকিও। অভিযোগ উঠে এল উরফি হিন্দু ধর্মকে অপমান করেছেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক হুমকি মেলের স্ক্রিনশটও পোস্ট করেছেন উরফি। 'আমি হতবাক ও আতঙ্কিত', লেখেন তিনি। যে সকল স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, তাঁকে ভিডিও ডিলিট না করলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অপর একটিতে দেখা যাচ্ছে যে তিনি হিন্দু ধর্মকে অপমান করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। ইনস্টাগ্রামে উরফি লেখেন, 'রাজপাল যাদবের সঙ্গে কারও কোনও সমস্যা ছিল না কিন্তু আমি সেই লুক যেই রিক্রিয়েট করলাম তখনই সবার সমস্যা শুরু হল।' 'কত প্রাণনাশের হুমকি, ধর্ষণের হুমকি পেলাম বিনা কারণে। 'ভুল ভুলাইয়া'র ১০ বছর পর আমি যেই এই পোশাক পরলাম ওমনি সকল ধর্মের রক্ষকেরা জেগে উঠলেন।' প্রসঙ্গত, নিজের বিশেষ ধরনের ফ্যাশনের জন্য যেমন একদিন প্রশংসিত হন উরফি, সেই সঙ্গে প্রবল ট্রোলের শিকারও হন।