চুলকে সতেজ ও সজীব রাখে তেল। চুলে তেল মাখলে পুষ্টি মেলে। এক্ষেত্রে জুড়ি মেলা ভার নারকেল তেলের।

শুধু চুলই নয়, ত্বকের ক্ষেত্রেও সমান উপকারী নারকেল তেল। এই তেলে রয়েছে একাধিক পুষ্টিগুণ।

নারকেল তেলে রয়েছে ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড। নারকেল তেল চুল মজবুত করতে সাহায্য করে।

নতুন চুল গজাতে সাহায্য করে নারকেল তেল। স্ক্যাল্প সতেজ রাখে এই তেল।

খুসকি নির্মূল করতে সাহায্য করে।

অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকে নারকেল তেলে। যা খুসকি দূর করতে সাহায্য করে।

রোদ থেকে রক্ষা করে নারকেল তেল। চুলের উপরিভাগে স্তর তৈরি করে এই তেল। বাইরে বেরোনোর আগে তেল মেখে বেরোতে পারেন।

চুল পড়া রোধ করে নারকেল তেল। চুল পড়া একটা সাধারণ সমস্যা। নারকেল তেল চুল পড়া রোধ করে, পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে।

চুলের শুষ্কতা দূর করে নারকেল তেল। এতে রয়েছে ময়শ্চারাইজার এবং ভিটামিন E, যা চুলের রুক্ষতা, শুষ্কতা দূর করে।

চুল মসৃণ এবং ঝকঝকে করে নারকেল তেল। শ্যাম্পু করার আগে নারকেল তেল মাখা যায়। এতে চুল নরম ও মসৃণ হয়।