'ইসমার্ট জোড়ি'-র শো-এর শ্যুটিং শেষ করেই পরিবারকে নিয়ে থাইল্যান্ড পাড়ি দিয়েছেন অনীক ধর।

সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অনীক

সেই ছবিতে থাইল্যান্ডের বিভিন্ন ট্যুরিস্ট স্পটের ছবি ধরা পড়ল। আর সেখানেই ফ্রেম বন্দি হলেন দম্পতি।

ছোট্ট আদ্যার এই প্রথম বিদেশ সফর, সেও বাবা মায়ের সঙ্গী হল সব জায়গাতেই।

'ইসমার্ট জোড়ি'-র মঞ্চে বেশ জনপ্রিয় ছিলেন অনীক ও দেবলীনা। ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা।

'সা রে গা মা পা'-র মঞ্চই খ্যাতি এনে দিয়েছিল অনীককে। বাংলা ও হিন্দি দুই 'সা রে গা মা পা'-তেই অংশ নিয়েছিলেন তিনি।

বাংলা ও হিন্দি দুই 'সা রে গা মা পা'-তেই বিজয়ী হন অনীক, সেইসময় অনীকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। নিজের একটি মিউজিক অ্যালবামও বের করেন অনীক। নাম 'খোয়াইশে'

এরপর কিছু ছবির প্লে ব্যাকের কাজও করেছেন অনীক। বের করেছিলেন আরও একটি গানের অ্যালবাম।

দীর্ঘদিন ধরে দেবলীনার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অনীক। সেই প্রেমই পরিণতি পায় সাত পাকে।

এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির পর্দায় বেশ জনপ্রিয় জুটি অনীক দেবলীনা।