ধাপে ধাপে দেখে নিন হোলি স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করার পদ্ধতি প্রথমে নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করুন, এবার স্মাইলি আইকনে ক্লিক করুন এবার সেখানে আপনি GIF এবং স্টিকারের অপশন পাবেন সেখান থেকে স্টিকার অপশনটিতে ক্লিক করুন 'গেট মোর স্টিকারস' অপশনে ক্লিক করুন আপনার ফোনে গুগল প্লে স্টোরের উইন্ডো খুলে যাবে গুগল প্লে স্টোরে গিয়ে 'হ্যাপি হোলি' সার্চ করুন আপনার সামনে অনেক হোলি স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকারের অপশন আসবে সেখান থেকেই আপনি পছন্দ মতো হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করার পর ফের নিজের হোয়াটসঅ্যাপে ফিরে আসুন এবার স্টিকার অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ডাউনলোড করা স্টিকারগুলি চলে এসেছে নিজের পছন্দ মতো সেগুলি পাঠাতে থাকুন প্রিয়জন, বন্ধুদের