Image Source: Pexels

শরীর-স্বাস্থ্য ভাল রাখতে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক আমরা খেয়ে থাকি।

Image Source: Pexels

তবে এইসব এনার্জি ড্রিঙ্ক কিংবা প্রোটিন শেক- কে দশগোল দিতে পারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বাটারমিল্ক।

Image Source: Pexels

বাটারমিল্কে কী কী গুণ রয়েছে, এই পানীয় খেলে কী কী উপকার আপনি পেতে পারেন দেখে নিন।

Image Source: Pexels

যাঁদের হজমের সমস্যা রয়েছে তাঁরা অনায়াসে এই বাটারমিল্ক খেতে পারেন। হজমশক্তি বাড়বে।

Image Source: Pexels

অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা দূর করতেও কাজে লাগে বাটারমিল্ক। চলতি ভাষায় বলা হয় এই পানীয় পেট ঠাণ্ডা রাখে।

Image Source: Pexels

বাটারমিল্কের অন্যতম উপকরণ যেহেতু দই তাই গরমের দিনে এই পানীয় খেলে শরীরে লু লাগে না।

Image Source: Pexels

এর পাশাপাশি বাটারমিল্ক দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। শরীরে জলের ঘাটতি পূরণ করে।

Image Source: Pexels

গরমের দিনে বা প্রবল উষ্ণ এলাকায় শরীরে ডিহাইড্রেশন রুখতে বাটারমিল্ক খাওয়া যেতে পারে।

Image Source: Pexels

বাটারমিল্কে রয়েছে ভরপুর ক্যালসিয়াম এবং পটাশিয়াম। ফলে এই পানীয় হাড়ের গঠন সুদৃঢ় করতে সাহায্য করে।

Image Source: Pexels

উষ্ণ আবহাওয়া বা গরম এলাকায় বাটারমিল্ক আপনার শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।