গণেশ ও তাঁর ছোটভাই কার্তিকের মধ্যে ত্রিভূবণ পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল।
দুজনকেই বলা হয়েছিল, ত্রিভূবন পরিক্রমা করে আসতে।
যিনি সর্বাগ্রে ফিরে আসবে তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে, বলেন শিব।
অমরত্ব ও জ্ঞানভাণ্ডার পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে বলা হয়।
কার্তিক তাঁর বাহন ময়ূরে চড়ে ত্রিভূবন পরিক্রমায় পাড়ি দেন।
কিন্তু গণেশ শুধু তাঁর বাবা-মাকেই প্রদক্ষিণ করেন।
এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন, তাঁর বাবা-মা শিব-পার্বতীই তাঁর কাছে ত্রিভূবন।
ত্রিভূবনের সমস্ত সুখ-সম্পদ বাবা-মায়ের চরণেই রয়েছে।
পিতামাতার প্রতি শ্রদ্ধা ও সুগভীর জ্ঞানে মুগ্ধ হয়ে শিব-পার্বতী গণেশকে আশীর্বাদ করেন।
অমরত্ব ও জ্ঞানভাণ্ডারের পুরস্কার দেন। এই কারণেই গণেশ সর্বাগ্রে পূজিত হন।