আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়বে। আর দুর্গাপুজো মানেই নিজেকেও সুন্দর করে সাজানোর আরেকটা উৎসব।

পুজোয় কী সাজবেন, কীভাবে মেক আপ করবেন, তা নিয়ে ভাবনা থাকে অনেকেরই। তবে শুধু সাজলেই হবে না, দীর্ঘক্ষণ মেক আপ রাখতে হবে।

কিন্তু কীভাবে মেক আপ অনেকক্ষণ থাকবে?

মেক আপ করার আগে, ত্বককে প্রস্তুত করতে হবে। তার জন্য টোনিং, ময়শ্চারাইজিং খুব গুরুত্বপূর্ণ।

মেক আপ করার শুরুতে প্রাইমার লাগাতে হবে ত্বকে। এমন প্রাইমার যেটা ত্বকের জন্য উপযোগী।

প্রত্যেকের ত্বকের ধরণ, বা বর্ণ আলাদা, তাই তার সঙ্গে সামঞ্জস্য রেখে ফাউন্ডেশন বেছে নিতে হবে।

খুব সামান্য পরিমাণ ফাউন্ডেশন নিয়ে তা ভাল করে মাখতে হবে। বেশি হলে ঘামের সঙ্গে মিশে গলে যাওয়া আশঙ্কা থাকে।

ওয়াটার প্রুফ আই লাইনার, মাসকারা এবং লিপস্টিক ব্যবহার করতে হবে। তাতে ঘেমে গেলেও নষ্ট আশঙ্কা থাকে না।

মুখের বেস মেক আপের সঙ্গে চোখের বেস মেকআপও প্রয়োজন। তবেই আইশ্যাডো দীর্ঘক্ষণ থাকবে। চোখের বেস মেকআপের জন্য কনসিলর ব্যবহার করতে হবে।

মেক আপের শেষ এবং গুরুত্বপূর্ণ অংশ হল সেটিং স্প্রে। মেকআপ শেষ হলে তা দীর্ঘক্ষণ স্থায়ী করার জন্য সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।