Image Source: Pexels

চুলে রঙ করেছেন? সেই রঙ অনেকদিন ধরে রাখতে কী কী করবেন জেনে নিন।

Image Source: Pexels

চুলের রঙ দীর্ঘমেয়াদি করতে সবার প্রথমে খেয়াল রাখুন যে চুল আর্দ্র অর্থাৎ হাইড্রেট রাখতে হবে।

Image Source: Pexels

চুলে যতটা সম্ভব কম হিট বা তাপ দেবেন। অর্থাৎ হেয়ার স্ট্রেট বা কার্ল না করাই ভাল।

Image Source: Pexels

চুল শুকনো করার জন্য ব্লো ড্রায়ার বা হেয়ার ড্রায়ারের ব্যবহার করা কমানো দরকার।

Image Source: Pexels

সালফার যুক্ত যেকোনও প্রোডাক্টই চুলের জন্য ক্ষতিকর। তাই এই জাতীয় জিনিস ব্যবহার না করাই ভাল।

Image Source: Pexels

হেয়ার স্টাইলিস্টরা সবসময়েই বলে গরম জল দিয়ে চুল ধোওয়া একেবারেই ভাল নয়।

Image Source: Pexels

চুলের রঙ দীর্ঘমেয়াদি করতে তাই চুল গরম জল দিয়ে পরিষ্কার না করাই ভাল।

Image Source: Pexels

রোদের মধ্যে চুল যত কম রাখবেন রঙ ততদিন বেশি স্থায়ী হবে।

Image Source: Pexels

অর্থাৎ রোদের বেরোলে ছাতা ব্যবহার করুন। কিংবা স্কার্ফ দিয়েও ঢেকে রাখতে পারেন রঙ করা চুল।

Image Source: Pexels

চুলে রঙ করলে অবশ্যই তা ধরে রাখার জন্য যত্ন করা প্রয়োজন।