Image Source: pixabay

সারা বিশ্বেই চা পছন্দের পানীয়। নানা চেহারায়, নানা স্বাদের চা পান করা হয়।

Image Source: pixabay

স্বাদ ছাড়াও স্বাস্থ্যের দিক থেকে নানা উপকারও রয়েছে চায়ের।

Image Source: pixabay

এমনই একটু অন্য স্বাদের চা হল পিপারমিন্ট টি বা পুদিনা চা।

Image Source: pixabay

হজমপ্রক্রিয়া ভাল করতে জুড়ি নেই পিপারমিন্ট টি-এর।

Image Source: pixabay

পেটের সমস্য়া হলে বা পেট খারাপ হলে পিপারমেন্টের মেন্থল সুস্থ করতে সাহায্য় করে।

Image Source: pixabay

ওজন কমাতে সাহায্য় করে পিপারমেন্ট টি।

Image Source: pixabay

এই চা খাওয়ার অভ্য়াস থাকলে দীর্ঘক্ষণ খিদে পায় না। ফলে ক্যালোরি গ্রহণ মাত্রাও কমে যায়।

Image Source: pixabay

ব্যাকটেরিয়ানাশক পদার্থ রয়েছে এই চায়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে এই চা।

Image Source: pixabay

মেনস্ট্রুয়াল ক্র্যাম্পের সমস্যা কমাতে সাহায্য করে পিপারমেন্ট টি।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।