Image Source: pixabay.com

রোজ যে ভাজা থেকে তরকারি, নানা ভাবে পটল খাচ্ছেন, জানেন কি পটল স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধুমাত্র স্বাদের জন্যই নয়, শরীর সু্স্থ রাখতে হলেও পাতে চাই পটল

Image Source: pixabay.com

একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে এই সুলভ সব্জি, জেনে নেওয়া যাক পটলের উপকারিতাগুলি

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পটলে ক্যালোরি আর ফ্যাট রয়েছে নামমাত্র, পটল খেলে পেটও ভর্তি থাকে

Image Source: pixabay.com

যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্য অত্যন্ত উপকারী, এতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে

Image Source: pixabay.com

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পটলের বীজ অত্যন্ত কার্যকরী, লিভারের সমস্যার সমাধানে পটল অত্যন্ত উপকারী

Image Source: pixabay.com

এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না

Image Source: pixabay.com

এই সব্জি রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

Image Source: pixabay.com

পটল পাতার রস দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে, পটল পাতার রস চুল ঝরে যাওয়ার সমস্যা কমায়

Image Source: pixabay.com

ঠান্ডা লাগা, সর্দি, সাধারণ নানা শারীরিক সমস্যা দূরে রাখতে সাহায্য করে, পটল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে