এই পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট

পুদিনা হজমের সমস্যা দূর করে

পুদিনা পাতার রস খান

বন্ধ নাক ছাড়তে পারে ।

পুদিনার রস মিশিয়ে স্নান করুন

এক বালতি জলে দশ থেকে পনেরো চামচ পুদিনার রস মেশান।

গায়ে দুর্গন্ধ ?

শরীর থেকে ব্যাকটেরিয়া-জনিত বিশ্রী দুর্গন্ধ করবে এই স্নান।

পুদিনার ছাঁস খুব উপকারী

দই, জল, পুদিনা পাতা, জিরেগুঁড়ো লাগবে ।

ছাঁস বানাতে লাগবে :

দই, জল, পুদিনা ,জিরেগুঁড়ো, নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন

পুদিনা পাতার শরবত খান

পুদিনা পাতা, লেবুর রস মিশিয়ে নিন

ব্যথা থেকে রেহাই পেতে

পুদিনা পাতার রস খুব উপকারী। গরমে ঠান্ডার ছোঁয়া পেতে পুদিনার জুড়ি নেই।

ব্রণর সমস্যা দূর করতে

তাজা পুদিনা পাতা বেটে লাগাতে পারেন

রোদে পোড়া ত্বককে আরাম দিতে

পুদিনা পাতার রস ও অ্যালোভেরার রস এক সঙ্গে মিশিয়ে লাগান