এই মানুষটিই ভারতীয় দলের পেস তারকা দীপক চাহারের স্পেশাল মানুষ আগামী ১ জুন ২ জনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সূত্রের খবর, আগ্রায় বসতে চলেছে বিয়ের আসর গত বছর আরব আমিরশাহিতে জয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক চলতি বছর নিউ ইয়ার সেলিব্রেশনে দেখা গিয়েছে দীপক, জয়া বিগ বস ৫-এ থাকা অভিনেতা সিদ্ধার্থ ভরদ্বাজের বোন জয়া ভরদ্বাজ দীপকের বান্ধবী জয়া দিল্লির বারাখাম্বার বাসিন্দা জয়া এমবিএ করেছেন এবং তিনি একটি টেলিকম কোম্পানিতে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধান দীপকের বোন মালতীই জয়া ও তাঁর ভাইয়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে দীপক ও জয়াকে একসঙ্গে দেখা গিয়েছে আগেও