Image Source: pixabay

হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ডি।

Image Source: pixabay

এর অভাব হলে শুধু হাড়ের ক্ষয় নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাতেও ধাক্কা লাগে।

Image Source: pixabay

ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি উৎপন্ন হয়। এছাড়া একাধিক খাবারও এর উৎস।

Image Source: pixabay

নতুন একটি গবেষণা বলছে ভিটামিন ডি শোষণ করতে দুধ ও জল সবচেয়ে বেশি কার্যকরী।

Image Source: pixabay

ইতালির মিলানে ২৪তম ইউরোপিয়ান কংগ্রেস অফ এন্ডোক্রিনোলজি-তে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

Image Source: pixabay

আরহাস ইউনিভার্সিটি অফ ডেনমার্কের একটি গবেষক দল এই গবেষণা করেছেন।

Image Source: pixabay

৬০ থেকে ৮০ বছরের ৩০ জন মহিলার উপর সমীক্ষা হয়েছে। বিভিন্ন খাদ্যদ্রব্য খাওয়ার পর রক্তে ভিটামিন ডি-এর উপস্থিতি মাপা হয়েছে।

Image Source: pixabay

ফলের রস, জল, দুধ এবং আরও কিছু খাদ্যদ্রব্যের সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে।

Image Source: pixabay

গবেষকদের দাবি, নির্দিষ্ট দিন অন্তর সমীক্ষায় দেখা গিয়েছে জল ও দুধের মাধ্যমে ভিটামিন ডি অনেক বেশি শোষিত হয়।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।