মাত্র 4500 টাকা দিয়ে পেতে পারেন 10 লক্ষ টাকা লোন। কেন্দ্রীয় সরকারের PM মুদ্রা লোনের আওতায় পাবেন এই ঋণ !

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বার্তা। আপনার কাছে এই বার্তা এসেছে কি ?

এই ধরনের বার্তার সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। আপনিও যদি এমন কোনও মেসেজ বা মেইল ​​পেয়ে থাকেন, তাহলে সাবধান।

PM মুদ্রা লোন নিয়ে পিআইবি তার অফিশিয়াল টুইটে লিখেছে, 10 লাখ টাকার প্রধানমন্ত্রী মুদ্রা ঋণের বার্তা আসলে ভুয়ো।

এর জন্য আপনাকে যাচাইকরণ ও প্রসেসিং ফি বাবদ 4500 টাকা দিতে বলছে বার্তা প্রেরক।

ভুল করেও এই ধরনের প্রতারণামূলক ভুয়ো বার্তার ফাঁদে পা দেবেন না।

কেন্দ্রীয় সরকার ব্যবসা শুরু করার জন্য আর্থিক সাহায্য দেয়। এতে আপনি 50,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন।

এই সুবিধাটি PM মুদ্রা লোনের আওতায় পাওয়া যায়। এর বিশেষ বিষয় হল, আপনি কোনও গ্যারান্টি ছাড়াই লোন পাবেন এখানে।

যদি আপনার কাছেও এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে এর অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in দেখতে হবে।

এছাড়াও আপনি ভিডিওটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ইমেল: pibfactcheck@gmail.com - এ।