Image Source: Pexels

সুস্থ থাকতে জুড়ি নেই যোগাভ্যাসের। এক একটি যোগাসন এক একরকমের উপকারিতা হয়েছে।

Image Source: Pexels

কঠিন আসনগুলির মধ্যে অন্যতম হল শীর্ষাসন। অনেকে দীর্ঘদিনের চেষ্টায় রপ্ত করেন এই আসন।

Image Source: Pexels

শীর্ষাসনের একাধিক উপকারিতা রয়েছে। দীর্ঘদিন অভ্যাস করলে যার ফলে পাওয়া যায়।

Image Source: Pexels

স্ট্রেস কমাতে কার্যকর এই আসন। সারা দেহে রক্ত চলাচল বৃদ্ধি হয়।

Image Source: Pexels

হাত ও কাঁধের পেশির শক্তি বৃদ্ধি করে শীর্ষাসন।

Image Source: Pexels

হজমশক্তি বাড়ানোর পিছনেও কাজ রয়েছে এই যোগাসনের।

Image Source: Pexels

দেহের ভারসাম্য বজায় রাখার অভ্যাস তৈরি করে শীর্ষাসন, ফিটনেস বাড়ে।

Image Source: Pexels

কোর মাসল অর্থাৎ দেহের অভ্যন্তরীণ একাধিক গুরুত্বপূর্ণ মাংসপেশির গঠন ভাল করে।

Image Source: Pexels

মনসংযোগ বৃদ্ধি করতেও ভূমিকা রয়েছে শীর্ষাসনের। এই আসন কোনও প্রশিক্ষকের সাহায্য নিয়েই করা উচিত।

Image Source: Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / প্রশিক্ষকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।