Image Source: Pexels

একাধিক উপকারিতা থাকায় শুকনো ফল বা ড্রাই ফ্রুটকে সুপারফুড বলা হয়ে থাকে।

Image Source: Pexels

এগুলো দীর্ঘদিন ধরে রাখা যায়, তবে পুষ্টিগুণ ঠিক রাখতে গেলে বিশেষ প্রক্রিয়ায় রাখতে হবে।

Image Source: Pexels

খোলা জায়দায় বাদাম-পেস্তার মতো খাবার রাখলে দ্রুত সেগুলি পচে যেতে পারে।

Image Source: Pexels

এয়ার-টাইট কন্টেনারে এগুলি রাখতে হবে। এমন বয়াম যা বন্ধ করলে যাতে বাইরের আর্দ্রতার সংস্পর্শে আসবে না ড্রাই ফ্রুট।

Image Source: Pexels

কাচের বয়াম হলে সবচেয়ে ভাল। কাচের বয়ামে ড্রাই ফ্রুট রাখলে দীর্ঘদিন ভাল থাকে।

Image Source: Pexels

ঠান্ডা ও শুকনো জায়গায় রাখতে হবে। কোনও আলমারি বা কাবার্ডের ভিতরে। অথবা ফ্রিজেও রাখা যায়।

Image Source: Pexels

তবে শুকনো জায়গা খুঁজতে গিয়ে সরাসরি রোদের মধ্যে রাখা যাবে না। তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে।

Image Source: Pexels

হালকা রোস্ট করে নিলে অনেকদিন রাখা যায় ড্রাই ফ্রুট।

Image Source: Pexels

ঘরেই বালিতে বা এমনি কড়াইতে হালকা সাঁতলে নিতে পারেন। তাহলে আর্দ্রতাটুকু চলে যায়।