বর্ষাকাল এলেই চিন্তা বাড়ে চুল নিয়ে। কারণ এই সময়ে চুলের একাধিক সমস্যায় জেরবার হতে হয়। কিন্তু সবসময়েই যে বর্ষার কারণে চুল পড়ে তা নয়, একাধিক কারণ থাকে চুল পড়ার। সেগুলি কী কী? হরমোন সংক্রান্ত সমস্যার অন্যতম উপসর্গ হল চুল পড়া। অত্যধিক মানসিক উদ্বেগ, স্ট্রেস থাকলে তার সরাসরি প্রভাব পড়ে চুলে। পরিবারে চুল পড়া বা টাক পড়ে যাওয়ার কোনও ইতিহাস থাকলে এমন ঘটতে পারে। পুষ্টিকর খাবার না খেলে, প্রয়োজনীয় পুষ্টি বিশেষ করে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে না মিললে তুল ঝরতে থাকে। অ্যানিমিয়া বা আয়রনের ঘাটতি থাকলেও চুলে সমস্যা হয়। ডেঙ্গি, টাইফয়েড, কোভিডের মতো রোগ থেকে সুস্থ হয়ে ওঠার পর চুল পড়ার সমস্যা বেড়ে যায়। রাসায়নিক যুক্ত শ্যাম্পু ও প্রসাধনী অতিরিক্ত ব্য়বহার করলেও চুলের সমস্যা হতে পারে। এই জাতীয় সমস্যা প্রথম থেকে মোকাবিলা না করলে সমস্যা বেড়ে যায়। তাই প্রথমেই কোনও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।