যাঁদের ঘন ঘন আঁচিল হয়, তাঁরাও কলার খোসা থেকে উপকার পাবেন।
কলা ত্বককে আর্দ্র রাখে। ফলে নিয়মিত যাঁরা কলা খান, তাঁদের বলিরেখার সমস্যা কম হয়।
রূপচর্চার জন্যও কলার খোসা ব্যবহার করতে পারেন।
স্মৃতিশক্তি বাড়তে পারে এইসব খাবারে
তেজপাতার উপকারিতা কী কী?
শ্রাবণে কোন নিয়মে পুজোয় তুষ্ট হন মহাদেব?
মাছের স্বপ্ন দেখা শুভ নাকি অশুভ?