Image Source: Pexels

প্রতিদিনের খাদ্যাভ্যাসে প্রধান পদ ভাত। কিন্তু ওজন বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গেলে এড়াতে হবে ভাত।

Image Source: Pexels

তাহলে ভাতের বদলে ভরসা করতে হবে অন্য কিছুতে। সেই তালিকায় কী কী থাকবে?

Image Source: Pexels

কিনোয়া। গ্লুটেন-ফ্রি এই খাদ্যবস্তুতে ভরপুর প্রোটিন রয়েছে।

Image Source: Pexels

কিনোয়াতে রয়েছে নানা অ্যামাইনো অ্য়াসিড। যা শরীরের জন্য প্রয়োজনীয়।

Image Source: Pexels

ব্রাউন রাইস ভারতের বিকল্প হতে পারে।

Image Source: Pexels

এতে ফাইবার, খনিজ এবং ভিটামিনের মাত্রা সাদা ভাতের তুলনায় অনেক বেশি।

Image Source: Pexels

বিকল্প হতে পারে মিলেট। এতে গ্লুটেন নেই। একাধিক পুষ্টিপদার্থে ভরপুর।

Image Source: Pexels

ভারতে বদলে খাওয়া যায় ওটস। বিভিন্ন পদে ব্যবহার করা যায়। ফাইবার সমৃদ্ধ ও লো-ক্যালোরি হয় ওটস।

Image Source: Pexels

ভাতের বদলে রাখা যায় বার্লি। ভিটামিন বি, জিঙ্ক ও নানা খনিজে ভরপুর বার্লি, প্রোটিনের জোগান দেয়।

Image Source: Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।