অ্য়াজমা ও সাধারণ কাশির মধ্য কিছু বিস্তর ফারাক রয়েছে

Published by: ABP Ananda

হাঁপানির কাশিতে বুকে চাপ চাপ ব্যথা, শ্বাসকষ্ট অনুভব হয়

Published by: ABP Ananda

সাধারণ কাশি সাধারণত সর্দি, ফ্লু বা অন্য কোনো সংক্রমণজনিত কারণে হয়

Published by: ABP Ananda

হাঁপানির কাশিতে সাধারণত বুকে শিস দেওয়ার মতো আওয়াজ শোনা যায়

Published by: ABP Ananda

সাধারণ কাশির ক্ষেত্রে শরীরে ব্যথা অনুভব সেভাবে হয় না, গলা খুসখুস করে

Published by: ABP Ananda

সাধারণ কাশি খুব বেশিদিন ধরে হয় না, দীর্ঘ সময় ধরে হয় না

Published by: ABP Ananda

অ্যাজমার লক্ষণগুলো প্রায়শই রাতে বা ভোরের দিকে বেড়ে যায় এবং ঘুম ভেঙে যেতে পারে

Published by: ABP Ananda

অ্য়াজমার কাশিতে ঠান্ডা আবহাওয়া, ধুলো, ধোঁয়া, ফুলের রেণু, বা শরীরচর্চার পর কাশি বাড়ে

Published by: ABP Ananda

যদি কাশির সাথে শ্বাসকষ্ট, বুকে চাপ, বা শিসের মতো শব্দ থাকে, তাহলে চিকিৎসকের কাছে যাবেন

Published by: ABP Ananda

যদি কাশির সাথে ঘন সবুজ বা হলুদ কফ বের হয়, তা অ্য়াজমার লক্ষণ

Published by: ABP Ananda