পেটের চর্বি কমাতে অপরিহার্য এই শস্য

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকাল বাড়তি ওজন বা পেটে মেদ একটি অত্যন্ত সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে

Image Source: pexels

দীর্ঘক্ষণ বসে কাজ করা, ভুল খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ এর প্রধান কারণ।

Image Source: pexels

যদি আপনিও পেটের চর্বি নিয়ে চিন্তিত হন, তাহলে খাবারে বাজরা যোগ করুন

Image Source: pexels

বাজরা কিন্তু আপনার চর্বি মাখনের মতো গলাতে পারে

Image Source: pexels

বাজরা তে দ্রবণীয় ফাইবার থাকে

Image Source: pexels

এই শস্যে ক্যালোরি কম এবং প্রোটিন বেশি থাকে

Image Source: pexels

এটা মেটাবলিজম বাড়ায় এবং এতে চর্বিও দ্রুত গলতে শুরু করে

Image Source: pexels

এছাড়া বাজরাতে কম গ্লাইসেমিক ইনডেক্স থাকে

Image Source: pexels

এটি ব্লাড সুগারকে স্থিতিশীল রাখে এবং শরীরে ফ্যাট জমতে দেয় না

Image Source: pexels