মুলতানি মাটি ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয়।

Image Source: pexels

তবে অনেক সময় মুলতানি মাটি লাগালে ত্বকের ক্ষতি হতে পারে।

Image Source: pexels

ভুলভাবে মুলতানি মাটি লাগালে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে।

Image Source: pexels

শীতল স্থানে মুলতানি মাটি ত্বকে লাগালে শুষ্কতা বাড়তে পারে।

Image Source: pexels

শুষ্ক ত্বকে মুলতানি মাটি লাগালে ত্বক আরও শুষ্ক হতে পারে।

Image Source: pexels

যা ত্বকে টান সৃষ্টি করে ও ত্বককে সময়ের আগে বুড়িয়ে যাওয়া দেখায়।

Image Source: pexels

যাদের ত্বক সংবেদনশীল, তাদেরও মুলতানি মাটি ব্যবহার করা উচিত না।

Image Source: pexels

সংবেদনশীল ত্বকে মুলতানি মাটি ব্যবহার করলে মুখে ব্রণ হতে পারে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels