দুধের সাথে মৌরি মিশিয়ে খাওয়া উপকারি।

Image Source: pexels

মৌরি মেশানো দুধ খেলে শরীর ও মনের শান্তি আসে।

Image Source: pexels

মস্তিষ্কের প্রদাহ কমিয়ে আনে মৌরি মেশানো দুধ।

Image Source: pexels

এতে স্মৃতিশক্তিও খুব ভালো থাকে।

Image Source: pexels

ঘুম ভালো হয় ও এটি মানসিক চাপও কমায়।

Image Source: pexels

কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

Image Source: pexels

পেটের জ্বালা কমে এবং মেটাবলিজম বাড়ে।

Image Source: pexels

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে,হৃদরোগের ঝুঁকি কমায়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels