মূলত ফল আয়রন, ভিটামিন, খনিজ সমৃদ্ধ।

Image Source: pexels

আমাদের পুষ্টি উপাদানও সরবরাহ করে এই ফল।

Image Source: pexels

কিন্তু কিছু ফল আমাদের দাঁতের ক্ষতি করে।

Image Source: pexels

আমরা অজান্তেই সেই ফলগুলি খাই।

Image Source: pexels

দাঁতের ক্ষতি করে কমলালেবু, আঙুর।

Image Source: pexels

তালিকায় রয়েছে লেবু ও পাতিলেবু।

Image Source: pexels

অ্যাসিডিটির কারণে দাঁতের এনামেল নষ্ট হয়।

Image Source: pexels

দাঁত বাঁচাতে এই ফলগুলো কম পরিমাণে খাওয়া উচিত।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels