আলিপুরে গিয়ে ডায়াবেটিকদের জন্য বড় পরামর্শ মুখ্যমন্ত্রীর।

'সুগার কোনও রোগ নয়, অনেকসময় জিন থেকে হয়, খাবার থেকেও হয়।'

'অনেকসময় গাছ-গাছড়া থেকে অনেকে ভাল হয়ে যেতে পারে'

'যা কিনা মেডিসিনের থেকেও গুরুত্বপূর্ণ', বলেন মমতা।

এরপরেই সুগার রোগীদের পথ্য বলে দেন খোদ মুখ্যমন্ত্রী !

'পেয়ারা পাতা জোগাড় করে ভালো করে ধোবেন।'

'ওটাকে কুচিকুচি করে কেটে গরম জলে ফোটাবেন।'

'তাতে একটু মনে হয় লেবু দিতে হয় ',বলেন মুখ্যমন্ত্রী।

সবশেষে পেয়ারা পাতার টি বানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ডিসক্লেমার: উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ, মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।