পর্যাপ্ত ঘুমিয়েও অনেক সময় চোখের তলায় কালি থাকে।
অনেকেই টানা ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমিয়েও এই সমস্যায় পড়েন।
পুষ্টির ঘাটতির কারণেও চোখের তলায় কালি পড়ে।
ভিটামিন কে এবং বি ১২ ঘাটতি চোখের তলায় কালি ফেলে।
ডিহাইড্রেশন হলেও চোখের তলায় কালি পড়তে পারে।
তাই ভারসাম্য ফেরাতে পর্যাপ্ত জল ও ফল খেতে হবে।
ধূমপানও অনেক সময় এই সমস্যা তৈরি করতে পারে।
অ্য়ালার্জিজনিত কারণেও ডার্ক সার্কল থাকে, কালো ছোপ পড়ে।
তবে কালো ছোপ পড়লে তা মানসিক অবসাদেরও লক্ষণ।
অতিরিক্ত মোবাইল দেখলেও চোখের তলায় কালো কালি পড়ে।