বর্ষার জলে পা ভিজিয়ে দাঁড়ালে সমস্যা হয়।

বর্ষার জলে পা ভিজিয়ে দাঁড়ালে সমস্যা হয়।

ভেজা জুতো অ্যালার্জি সৃষ্টি করতে পারে।



সংক্রমণ থেকে বাঁচতে পেঁয়াজের রস লাগান।



লেবু মেশানো গরম জলেও উপকৃত হবেন।



এতেও পায়ের সংক্রমণের হার কমবে।



বর্ষায় কর্পূরও ব্যবহার করতে পারেন।



এতে ভেজা পায়ের দুর্গব্ধ কমে আসবে।



ট্যালকম পাউডারও সমান উপকারী।



বাড়িতে ফিরে পা কম ভেজাবেন।