কাপড় কেচে অনেক সময়েই চাপড়া ক্ষতিগ্রস্থ হয়।
মূলত বেশিসময় জলে থাকলেই চাপড়ায় প্রভাব পড়ে।
এমনকি পায়ের ও হাতের নখও পচে যায় অনেকসময়।
ভেজা বন্ধ হলে ডেড সেল থেকে রক্ষা পাওয়া সম্ভব।
যদিও ওয়াশিং মেশিনে কাচলেও জলে হাত দিতেই হয়।
অনেকের নখেই আবার ছত্রাক সংক্রমণও হয়।
সেক্ষেত্রে গরম জলে সাবান দিয়ে ধুয়ে মুছে নিন।
গ্লিসারিন বা তিলের তেল ব্যবহার করলে ভাল হয়।
চামড়া উঠে যাওয়ার ক্ষেত্রে সয়াবিনের গুড়ো উপকারি।
মধু ও লেবুর রসও আমাদের চামড়া ভাল রাখে।