বারবার চোখ চুলকায় আপনার? হাত দিয়ে কচলে যান বারবার? চোখ বারবার চুলকালে তা লাল হয়ে যায়, তাই একদমই তা করবেন না বিশেষজ্ঞরা বলেন, ফুলের রেণু, পশুদের লোম, ধুলো, মেকআপ চোখের ভেতরে ঢুকলে চোখ চুলকায় এই বিষয়টিকে অকুলার অ্যালার্জি বলে, যা চোখ শুকিয়ে গেলে হয় চোখ চুলকালে তা বারবার না কচলে ঠাণ্ডা জলের ঝাঁপ দিন রোদচশমা বা চশমা ব্যবহার করুন, যতটা পারবেন বাইরে বেরলে ঘুমোনোর আগে স্নান করুন, চোখ পরিষ্কার রাখুন সবসময় বেশি চুলকালে গরম জল দিয়ে আলতো করে চোখ ধুয়ে ফেলুন চোখের চুলকানি অতিরিক্ত বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন বাড়িতে বেশি যেন ধুলো না ঢোকে, তার জন্য জানালা বন্ধ রাখতে হবে