মাস পেরোলেই দুর্গাপুজো, জেল্লা হারিয়েছে ত্বক ?
অনেক ফেসিয়াল করেছেন, তাও সুরাহা মেলেনি।
তবে এবার জেনে রাখুন, গ্লো ফেরাবে এই ভিটামিন।
ত্বকের জেল্লা ফেরা ভিটামিন-ই এর জুড়ি মেলা ভার।
মূলত অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে ভিটামিন ই।
অকালে বুড়িয়ে যাওয়া থেকেও রক্ষা করে এই ভিটামিন।
ভিটামিন এ, ডি ক্ষতিগ্রস্থ সেলগুলিকে মেরামত করে।
ভিটামিন সি মুখের ব্রণ, ত্বকের দাগ দূর করে।
নতুন করে স্কিন সেলের জন্ম দেয় ভিটামিন কে।
কমলালেবু, ডিম, স্যালাড স্কিনের গ্লো ফিরিয়ে আনে।