পুষ্টিগুণে ভরপুর বলতে যা বোঝায়, ডিম এক কথায় তাই। এর মধ্যে থাকা প্রোটিন চুলে নানাভাবে সাহায্য করে।

Published by: ABP Ananda

চুল চকচকে, মসৃণ, শক্ত করতে, ড্যামেজ চুল ঠিক করতে, দ্রুত বাড়তে ডিমের জুড়ি মেলা ভার।

Published by: ABP Ananda

যদি মাসে একবার বা দুবার ডিমের তৈরি 'মাস্ক' ব্যবহার করা যায় তাহলে প্রচুর লাভ। তার আগে কিছু টিপস।

Published by: ABP Ananda

চুল ও স্ক্যাল্পের জন্য ডিম খুবই উপকারী। ভিটামিন এ, ই, বায়োটিন, ফোলেট থাকে যা চুলকে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে।

Published by: ABP Ananda

কিন্তু ডিমের কোন অংশ আপনার চুলের জন্য ভাল? ডিমের সাদা ব্যবহার করবেন নাকি কুসুম?

Published by: ABP Ananda

ডিমের সাদা অংশ বা অ্যালবুমেনে প্রচুর প্রোটিন থাকে। এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডও থাকে।

Published by: ABP Ananda

ড্যামেজ চুল সারাতে ও তার স্বাস্থ্য ভাল রাখতে প্রোটিনের প্রয়োজন। এছাড়া ডিমের সাদা খুশকি তাড়াতেও কার্যকরী।

Published by: ABP Ananda

ডিমের কুসুমে থাকে স্নেহপদার্থ বা ফ্যাট। এতেও ভিটামিন এ, ই, বায়োটিন ও ফোলেট থাকে।

Published by: ABP Ananda

কুসুমের সাহায্যে শুষ্ক চুলের আর্দ্রতা ফিরিয়ে আনা যেতে পারে। সর্বোপরি যা চুলের বৃদ্ধি ও স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।

Published by: ABP Ananda

তবে সবচেয়ে ভাল ফল পাবেন যদি পুরো ডিমটা ব্যবহার করে নেন। চুলের জন্য প্যাক তৈরিতে পুরো ডিম দিন যাতে এর প্রোটিন ও ফ্যাট সবটাই পান।

Published by: ABP Ananda