ঘি দেওয়া রুটিতে কত ক্যালোরি বাড়ে?

Published by: ABP Ananda
Image Source: freepik

ভারতের অনেক বাড়িতেই রুটির সাথে ঘি মিশিয়ে খাওয়ার চল আছে।

Image Source: freepik

এটি আমাদের শরীরে শক্তি বাড়ায়।

Image Source: freepik

ঘি লাগানো রুটি আমাদের সুস্থ রাখতে সাহায্য করে।

Image Source: freepik

২৫ গ্রাম আটার একটি রুটিতে ৩ গ্রাম ঘি দিলে তাতে ৩৬ ক্যালোরি থাকে।

Image Source: freepik

অর্থাৎ ঘি লাগানোর পর একটি রুটিতে ১৩১ ক্যালোরি থাকে।

Image Source: freepik

ডাক্তারদের মতে, আমাদের রুটি হজম করতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে।

Image Source: freepik

যদিও এটা আলাদা আলাদা ব্যক্তির হজম ক্ষমতার উপর নির্ভরশীল।

Image Source: freepik

তবে আপনি সুস্থ শরীরের জন্য নির্ধারিত ২০০০ ক্যালোরির চেয়ে বেশি রুটি খেলে সমস্যা।

Image Source: freepik

তাহলে এটা হজম করতে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে।

Image Source: freepik